সমালোচনার থেকে যেন বেশি প্রশংসাই কুড়িয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’। দর্শকমহলে তো বটেই, এই ছবি মন ছুঁয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীরও। ছবির সাফল্যে বেজায় খুশি একতা কাপুর। উদ্যাপনে করতে এ বার সোজা তিনি উপস্থিত হলেন পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে সমাজমাধ্যমে পোস্টও করলেন ছবির প্রযোজক একতা। কপালে কাটা তিলক, ক্যাপশনে লেখেন, ‘জয় গোবিন্দ।’ ২০০২ সালের গোধরাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। ছবি নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন একতা কাপুর। তবে মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল এই ছবি। এমনকি অভিনেতা বিক্রান্ত মাসেকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও সে সব এখন অতীত। দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে ‘দ্য সবরমতী রিপোর্ট’।