Saturday, June 10, 2023
Homeপশ্চিমবঙ্গবেসরকারি বাস-মিনিবাসে উঠলেই দিতে হবে ন্যূনতম ১৪ টাকা, দাবি বাসমালিকদের

বেসরকারি বাস-মিনিবাসে উঠলেই দিতে হবে ন্যূনতম ১৪ টাকা, দাবি বাসমালিকদের

বেসরকারি বাস-মিনিবাসে উঠলেই দিতে হবে ন্যূনতম ১৪ টাকা। করোনা পরিস্থিতিতে লোকসানের বহর কমাতে রাজ্য সরকারের কাছে ভাড়া বৃদ্ধির এমনই দাবি জানাতে চলেছে বেসরকারি বাসমালিকদের ছ’টি সংগঠন। বুধবার শরত্‍ বসু রোডে ‘মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি’র কার্যালয়ে বৈঠকে বসেন ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’, ‘বেঙ্গল বাস সিন্ডিকেট’, ‘বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’, ‘বাস-মিনিবাস সমন্বয় সমিতি’, ‘সিটি সাবার্বান বাস সার্ভিস’ এবং ‘মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি’র নেতৃত্ব।

বাসমালিকদের অভিযোগ, ডিজ়েলের দাম গত কয়েক মাসে লিটার প্রতি ১০ টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, বাসের বিমা ও রক্ষণাবেক্ষণ-সহ অন্যান্য খরচও বেড়েছে। এই অবস্থায় লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা চালু হলেও বাসে এখনও পর্যাপ্ত যাত্রী হচ্ছে না। অর্থাত্‍, আয়ের সঙ্গে ব্যয়ের সমতা রক্ষা করতে গেলে যে সংখ্যক যাত্রী হওয়া দরকার, তা হচ্ছে না। তাই লোকসানের বহর দিনদিনই বাড়ছে। সেই কারণেই অধিকাংশ রুটে সব বাস একই দিনে রাস্তায় নামছে না। এই অবস্থায় ভাড়া বাড়ানোই একমাত্র সমাধান বলে মনে করছেন বাসমালিকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments