Sunday, March 26, 2023
Homeজাতীয়বেসরকারি সংস্থার থেকে টিকা কেনার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন মমতা

বেসরকারি সংস্থার থেকে টিকা কেনার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন মমতা

বেসরকারি সংস্থার থেকে টিকা কেনার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মমতা লিখেছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটকর্মীদের টিকাকরণের কাজ জোরকদমে চলছে। কিন্তু বিধানসভা নির্বাচনে টিকার কবচ ছাড়াই ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে। তাই ভোটের আগে রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে করোনার টিকা দিতে চায় সরকার।

প্রধানমন্ত্রীকে মমতার আবেদন, সেজন্য রাজ্য সরকারকে স্বীকৃত সংস্থাগুলির থেকে টিকা কেনার অনুমতি দিক কেন্দ্রীয় সরকার।

টিকাকরণের শুরুতেই রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে বুধবারই বেসরকারি হাসপাতাল থেকে পয়সা দিয়ে করোনার টিকা নেওয়ায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেদিনই টিকা কেনার অনুমতি চেয়ে মোদীকে চিঠি দিলেন মমতা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments