More
    Homeবিনোদনবৈদেহীকে কেন সতর্ক করে দিল জগদ্ধাত্রী?

    বৈদেহীকে কেন সতর্ক করে দিল জগদ্ধাত্রী?

    জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”।
    কৌশিকী দেখালো বৈদেহীকে রাজনাথ এবং উর্মিলা মুখার্জির বিয়ের কার্ড সেখানে বৈদেহি আমন্ত্রিত ছিল। বই দেহি সেই কার্ড ছিড়ে ফেলতে চাইলে কৌশিকী তার হাত থেকে ছিনিয়ে নিয়ে নেয়।

    জগদ্ধাত্রী হাতে নতুন কেশ এসেছে। সেখানেই তাকে বলা হচ্ছে কৌশিকী মুখার্জী কাগজে যে সমস্ত লেখালেখি করছে সেই সমস্ত লেখালেখি যাদের বন্ধ করা হয়। তার উত্তরের জগদ্ধাত্রী জানিয়ে দেয় সে সবাইকে থামাতে পারে কিন্তু একমাত্র কৌশিকী মুখার্জিকে বাদ দিয়ে।

    কৌশিকী কাঁকনকে খাওয়াচ্ছিল। ঠিক সেই সময়তেই বিজয় লক্ষী কৌশিকীকে ফোন করে জানায় সে কেন তার ছেলের সম্পর্কে তার সংবাদপত্রে লেখালেখি করেছে। সে যেনই লেখালেখি বন্ধ করে। কিন্তু কৌশিকিও সাফ জানিয়ে দেয় সে সব সময় সত্য কথা লেখে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments