More
    Homeখবরবোমাবর্ষণের কারণে বিধ্বংসী পরিস্থিতি ইরানে, বাড়ছে মৃতের সংখ্যা

    বোমাবর্ষণের কারণে বিধ্বংসী পরিস্থিতি ইরানে, বাড়ছে মৃতের সংখ্যা

    ইজরায়েলের বোমাবর্ষণের কারণে বিধ্বংসী পরিস্থিতি ইরানে। তৃতীয় বিশ্বযুদ্ধ যেন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইরানের ওপর বিধ্বংসী হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। বেইরুটে লাগাতার ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে ইজরায়েলি সেনা। ঘরবাড়ি ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন সেখানকার বাসিন্দারা। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হানায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে সেখানে। রেহাই পায়নি লেবাননও। লেবাননে লাগাতার কার্পেট বম্বিং করে চলেছে ইজারেয়েলি সেনা। এমনকী লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছে ইজরায়েলি সেনা। গাজায় হামাস ঘাঁটিতে বোমা বর্ষণে ২২ জনের মৃত্যু হয়েছে। হামাস জঙ্গিদের নির্মুল করতে মরিয়া হয়ে উঠেছে ইজরায়েল। প্রসঙ্গত উল্লেখ্য ইজরায়েল পরমাণু শক্তিধর দেশ। বারংবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও থামেনি আক্রমণ।

     

    ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হুকে একবিংশ শতাব্দীর হিটলার বলে আক্রমণ করেছে ইরান। ইজরায়েলের লাগাতার হামলায় বিধ্বস্ত অবস্থা ইরানের। হামাস প্রধানকে হত্যার ঘটনার পর ইজরায়েলকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিল ইরান। লেবাননে হামাস ডেরায় লাগাতার অস্ত্র বর্ষণের পরে রীতিমতো ফুঁসে উঠেছিল ইরান। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল। তারপরেই ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে ইরান। পাল্টা জবাবব দেয় ইজরায়েলি সেনাও। বুধবার রাত থেকে লাগাতার বেইরুটে রকেট বর্ষণ করে চলেছে ইজরায়েলি সেনা। ইরান প্রথমে হুমকি দিলেও ইজরায়েলের কাছে ধারে এবং ভারে পেরে উঠছে না তারা। ইজরায়েলের সেনা বাহিনীর সংখ্যা অনেক বেশি। সেই সঙ্গে পরমাণু অস্ত্রধর দেশ ইজরায়েল। একাধিক অত্যাধুনিক অস্ত্র রয়েছে ইজরায়েলের কাছে। সেদিক থেকে দেখতে গেলে তেমন ক্ষমতাশালী নয় ইরান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments