বোরখা মাথায় গৌরী, বিয়ের ৩৩ বছরের মাথায় ধর্ম পরিবরতন করলেন শাহরুখ পত্নী! সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরে উঠছে এমন প্রশ্নই। পঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরী ছিব্বর। অল্প বয়সে, গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ। তিন সন্তানকে নিয়ে দাম্পত্যের ৩৩ বছর পার করে ফেলেছেন তারকাদম্পতি। সম্পর্কের মাঝখানে কোনওদিনই আসেনি ধর্মের বেড়াজাল। ইদ থেকে শুরু করে হোলি, দীপাবলি- সমস্ত উৎসবই পালিত হয় একই উচ্ছ্বাসের সঙ্গে। তবে সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে শুরু হয়েছে অন্য চর্চ। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ, গৌরী ও তাঁদের বড় ছেলে আরিয়ানকে। প্রেক্ষাপটে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র স্থান মক্কার কাবা মসজিদ। বাবা-পুত্রের পরনে সাদা পোশাক। গৌরীর পরনে বোরখা, মাথায় হিজাব। তবে কি স্ত্রীর ধর্মান্তরকরণ করলেন শাহরুখ? সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে প্রশ্ন। এর উত্তর যদিও খুবই সহজ। ছবিটি নকল আসলে। যে প্রোফাইল থেকে ছবিটি ভাগ করে নেওয়া হয়েছে, তাতেই সেখানে লেখা রয়েছে, ছবিটি কৃত্রিম মেধা নির্মিত।