পুনে টেস্টে পিচের চরিত্র আলাদা। জিততে তাই বোলিং বিভাগে বদল আনার সম্ভাবনাই বেশি ভারতের। কারণ, পুনেতে ঘাস ছেঁটে ফেলা হয়েছে। মূলত স্পিন ট্র্যাকেই খেলা হবে। ঘূর্ণি পিচে বাঁহাতিদের কথা ভেবেই ওয়াশিংটন সুন্দরের কথা ভাবা হচ্ছে। ফলে, অশ্বিন-জাদেজা-কুলদীপের জায়গায় নতুন স্পিনারের খেলার সম্ভাবনাই বেশি। কুলদীপকে বা অশ্বিনকে সেক্ষেত্রে বসতে হতে পারে। আবার চার স্পিনারেও খেলতে পারে ভারত। যদি দুই সিমার রাখে তাহলে সিরাজের জায়গায় দেখা যেতে পারে আকাশদীপকে। তবে পুনের ঘূর্ণি পিচে দল নির্বাচন হবে খেলার দিন সকালে।