এবার থেকে অফিস টাইম ছাড়া কারও ক্ষেত্রেই লাগবে না ই-পাস। বুধবার মেট্রোর তরফে এমনই জানানো হয়েছে। তবে টোকেন নিয়ে মেট্রোয় চড়ার সুযোগ এখনই মিলবে না। ব্যবহার করতে হবে স্মার্টকার্ডই।
বুধবার কলকাতা মেচ্রোর তরফে জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর থেকে সকাল ৮.৩০ থেকে বেলা ১১.০০টা পর্যন্ত ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধুমাত্র লাগবে ই-পাস। অন্য সময় কারও ক্ষেত্রেই ই-পাস প্রয়োজন হবে না।
গত ৭ ডিসেম্বর থেকে মহিলা ও শিশুদের ই-পাসে ছাড় দেওয়া হয়েছিল। এবার সেই ছাড় কার্যকর হবে সবার জন্য। করোনা লকডাউনের পর মেট্রোর চাকা গড়ানোর শুরু থেকে ক্রমে বেড়েছে পরিষেবা। যার ফলে ভিড় নিয়ন্ত্রণ সহজ হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। ফলে ক্রমশ কমেছে ই-পাসের গুরুত্ব।