ব্যর্থতার কাটাছেঁড়ার মাঝেই ফোকাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। তারই মহড়া হতে পারে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি২০ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দু’জনেই একদিনের সিরিজ খেলতে পারেন। জানা গেছে, একদিনের সিরিজে দলে ফেরানো হতে পারে হার্দিক পান্ডিয়া এবং শ্রেয়স আইয়ারকে। জসপ্রীত বুমরাহকে দু’ধরণের সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর পরিবর্তে শামিকে নেওয়া হবে কিনা, তা নিয়েই চর্চা শুরু হয়েছে। তবে অর্শদীপ সিংকে যে ফেরানো হবে তা একপ্রকার নিশ্চিত। আগামী ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল জানানোর শেষ দিন। মনে করা হচ্ছে ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল একসঙ্গেই ঘোষণা করতে পারে বিসিসিআই।