ব্যালন ডি’অরে দেখা গিয়েছিল ভিনিসিয়ুস ও রদ্রির দ্বৈরথ। এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়েও আছেন এই দুই তারকা। সেই সঙ্গে আছেন লিওনেল মেসিও। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’২০২৪–এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। ১১ ফুটবলার মনোনয়ন পেয়েছেন। সর্বোচ্চ ৭ জন আছেন রিয়ালের ফুটবলার। শেষ দুই বছরসহ চারবার ‘দ্য বেস্ট’ জিতেছেন মেসি। এবার সবাইকে টপকে লিও মেসি বাজিমাত করতে পারেন কিনা, তাই দেখার।