বেশ কিছু দিন ধরেই আমি এই NEOGEN – Surmedic Azulene Soothing Cream টি ব্যবহার করছি। আমার ত্বক বেশ কিছুদিন ধরে খুবই শুষ্ক হয়ে গিয়েছিল এবং সাথে ব্রণ তো ছিলই। তারপর আমি এই ক্রিমটি ব্যবহার শুরু করি। তাহলে চলুন আর দেরি না করে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করা যাক।
কী কী রয়েছে এতে?
কোরিয়ান এই ক্রিমটিতে ত্বকের উপযোগী দারুণ সব ইনগ্রিডিয়েন্ট আছে। যা ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এবং ত্বকের পিগমেন্টেশন, ব্রণ কমিয়ে ত্বকে রাখে ময়েশ্চাইজড। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উপাদানগুলো হচ্ছ-
সিন্টেলা এশিয়াটিকা এক্সট্র্যাক্ট
এশিয়াটিক এসিড
অ্যাভোকাডো অয়েল
জোজোবা সিড অয়েল
শিয়া বাটার
লিকোরিস রুট এক্সট্র্যাক্ট
ল্যাভেন্ডার ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট
সোডিয়াম হায়ালুরোনেট
এখন বলা যাক, এর প্রধান একটি উপাদান ‘আযুলিন’ নিয়ে।
আঙ্গুলে ক্রিম নিয়ে টেক্সচার দেখাচ্ছেন একজন
আযুলিন কী?
এই প্রোডাক্টটির লিখা আছে আযুলিন। কিন্তু এই আযুলিন কি? আমরা অনেকেই জানি না। এটি ক্যামোমাইল এক্সট্র্যাক্ট থেকে নেওয়া হয়, যা খুব সুন্দর নীল রঙের হয়ে একটি উপাদান। আর ঠিক এই কারণেই এই ক্রিমটির রঙ সুন্দর নীল। আযুলিনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বককে সুদিং একটি ইফেক্ট দেয় এবং ত্বকের ইরিটেশন কমাতে সাহায্য করে। ত্বকে আযুলিনের ব্যবহার ত্বকের দাগ দূর করা এবং ত্বকের সেলগুলো রিপেয়ার করতে সাহায্য করে। আর একই সাথে ব্রণ এবং পিগমেন্টেশন কমায়।
ক্রিমটির কার্যকারিতা
১। ত্বকের ইরিটেশন কমায়
ক্রিমটিতে থাকা ‘Guaiazulene’ উপাদানটি ত্বকে একটি সুদিং ইফেক্ট দেয়। যার ফলে স্কিনের ইরিটেশন কিংবা রোদে গেলে যে ত্বকের জ্বালাপোড়া ভাব হয়, সেই প্রবণতা কমিয়ে আনে।
২। ত্বকের ব্যারিয়ার ইম্প্রুভ করে
স্কিনের ব্যারিয়ার শক্তিশালী না থাকলে স্কিনের ময়েশ্চার কমতে থাকে। এতে থাকা ‘Ceramide’ উপাদানটি ত্বকের ব্যারিয়ারকে ইম্প্রুভ করতে সাহায্য করে।
৩।ত্বককে হাইড্রেটেড রাখে
ক্রিমটি আমাদের ত্বকে দীর্ঘ সময়ের জন্য হাইড্রেশন দিতে করতে সাহায্য করে। কারণ এতে রয়েছে সেরামাইড, অ্যাভোকাডো এবং শিয়া বাটার। হাইড্রেশনের পাশাপাশি ত্বককে রাখে ময়েশ্চারাইজড।
৪।ন্যাচারাল কালার ব্যবহার
ক্রিমটিতে কোন আর্টিফিশিয়াল কালার ব্যবহার করা হয় নি। ক্যামোমাইল এক্সট্র্যাক্ট থেকে কালার নেওয়া হয়, যা খুব সুন্দর নীল রঙের হয়ে থাকে। ঠিক এই কারণেইই কিন্তু এই ক্রিমটির কালারও নীল।
৫। ব্রণের প্রবণতা কমিয়ে আনে
ক্রিমটিতে থাকা আযুলিনে আছে অ্যান্টি একনে প্রোপার্টিজ, যা ত্বকে ব্রণ এবং ব্রণের ব্লেমিশ দূর করতে সাহায্য করে।