চাপ তো ছিলই। ব্রাজিলের মতো দলের জয়ের খরা, সেলেকাও সমর্থকরাই বা মানবেন কীভাবে!
অবশেষে চার ম্যাচ পর বিশ্বকাপের বাছাইপর্বে জয়ের দেখা পেল ব্রাজিল। ইকুয়েডরকে কষ্ট করে হলেও ১-০ গোলে হারিয়েছে তারা।
এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে ইতিহাসের প্রথমবারের মতো টানা ৩ হার ও ১ ড্র করে ব্রাজিল।
ব্রাজিল জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচের ৩০ মিনিটে। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো একমাত্র জয়সূচক গোলটা করেন।
এই জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে চারে উঠে এল সেলেকাওরা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট তাদের।