More
    Homeবিনোদনব্রাত্য বসুর নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ এবার বড়পর্দায়, নেপথ্যে সৃজিত মুখার্জি!

    ব্রাত্য বসুর নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ এবার বড়পর্দায়, নেপথ্যে সৃজিত মুখার্জি!

    ব্রাত্য বসুর জনপ্রিয় নাটক উইঙ্কল টুইঙ্কল এবার রূপ নিচ্ছে সিনেমায়।পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। সোমবার তিনি প্রকাশ করেছেন ছবির প্রথম পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে লেনিনের ভাঙা মূর্তির সামনে দুই ব্যক্তি বসে আছেন। নিচে লেখা রয়েছে উইঙ্কল টুইঙ্কল, পাশে কাস্তে-হাতুড়ির চিহ্ন থেকে রক্তের মতো লাল রং চুঁইয়ে পড়ছে।

    ২০২৩ সালের মাঝামাঝি সময়ে শোনা গিয়েছিল যে সৃজিত এই নাটকের রাইটস নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা করছেন। এবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ পাচ্ছে। পরিচালক জানিয়েছেন, খুব শিগগিরিই শুটিং শুরু হবে। পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার এই নাটক মঞ্চে জনপ্রিয় হয়েছিল দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায়। সেখানে মুখ্য চরিত্র সব্যসাচীকে অভিনয় করতে দেখা গিয়েছিল দেবশংকর হালদারকে। সিনেমায় এই চরিত্রে দেখা যেতে পারে ঋত্বিক চক্রবর্তীকে। সব্যসাচীর ছেলে ইন্দ্রর চরিত্রে অভিনয়ের সম্ভাবনা রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের। ইন্দ্রের বোনের চরিত্রে অঙ্গনা রায় এবং মায়ের চরিত্রে অনসূয়া মজুমদারকে দেখা যেতে পারে।

    সাতের দশকের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ২০০২ সালের বর্তমানকে মিলিয়ে এই গল্প তৈরি হয়েছে। সৃজিতের ছবিতে এটি নতুন সংযোজন হতে চলেছে। চলতি বছরে সৃজিত ‘অতি উত্তম’, ‘পদাতিক’, এবং ‘টেক্কা’র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। নতুন বছরে আসতে চলেছে উইঙ্কল টুইঙ্কল, সত্যি বলে সত্যিই কিছু নেই, এবং লহ গৌরাঙ্গের নাম রে। এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। পরিচালক এবং শক্তিশালী অভিনেতাদের উপস্থিতি ইতিমধ্যেই ছবিটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments