Thursday, October 5, 2023
Homeখেলাব্রিসবেনে প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট অস্ট্রেলিয়া

ব্রিসবেনে প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট অস্ট্রেলিয়া

ব্রিসবেনে প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। গতকাল দিনের শেষে ২৭৪/৫ ছিল অজিরা। এদিন স্কোরবোর্ডে ৯৫ রান যোগ করার ফাঁকেই বাকি পাঁচ ব্যাটসম্যানকে হারায় অস্ট্রেলীয়রা। অজি ইনিংস শেষ হতেই লাঞ্চের বিরতি ঘোষণা করে দেওয়া হয়।

ক্যামেরন গ্রিন এবং অধিনায়ক টিম পেইন অপরাজিত ছিলেন প্রথম দিনের শেষে। এদিন শুরুর সেশনেই ৯৮ রানের সেই পার্টনারশিপে ভাঙন ধরান শার্দুল ঠাকুর। হাফসেঞ্চুরি করা পেইনকে (৫০) ফেরান তিনি। তারপরে অর্ধশতরানের সামনেই দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রিন (৪৭)কে বোল্ড করে দেন ওয়াশিংটন সুন্দর। এরপর শেষদিকে মিচেল স্টার্ক (২০) এবং নাথান লায়ন (২৪) অজি ইনিংসকে ৩৬৯ পর্যন্ত টেনে নিয়ে যান।

এদিকে বল হাতে অভিষেকেই তিনটে করে উইকেট দখল করলেন ওয়াশিংটন সুন্দর এবং টি নটরাজন। অন্য পেসার শার্দুল ঠাকুরের সংগ্রহেও তিন উইকেট। মহম্মদ সিরাজ নিয়েছেন বাকি ১ উইকেট।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments