ব্রিসবেন টেস্ট ড্র হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ কিছুটা কঠিন হল ভারতের। ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়ার রোমাঞ্চ জমতে দেয়নি বৃষ্টি। টেস্ট ড্র হয়। জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল ২৭৫ রান। কিন্তু পঞ্চম দিনেও বাধা হয়ে দাঁড়ায় ব্রিসবেনের আবহাওয়া। প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিতে ৪৪৫ রান করেছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেট শিকার করেছিলেন বুমরাহ। পঞ্চম দিনে ভারতের ইনিংস থেমে যায় ২৬০ রানে। দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে ৭ উইকেট হারালে ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। তাতে ৩ উইকেট পান বুমরাহ। বাকি দুটি করে সিরাজ ও আকাশদীপের। এরপর ৮ রান মাত্র তুলতে পারে ভারত। বাধ সাধে বৃষ্টি। পরের টেস্ট মেলবোর্নে। বর্ডার-গাভাসকর সিরিজের শেষ দুটো টেস্ট জিততে পারলে অনায়াসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পাবে টিম ইন্ডিয়া। নাহলে কষতে হবে অঙ্কের হিসেবনিকেশ। তাকিয়েও থাকতে হবে অন্য দলের দিকে।