নতুন প্রতিরক্ষা সচিবের পদ পেতে পারেন অবসরপ্রাপ্ত আর্মি জেনারেল লয়েড অস্টিন। ২০০৩ সালে মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের প্রধান ছিলেন লয়েড। ৬৭ বছরের আফ্রো-আমেরিকান লয়েড চার দশকের বেশি মার্কিন সেনায় কাজ করেছেন। ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমি থেকে পাশ করে সেনায় যোগ দেন। ২০০৩ সালের মার্চে তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের সহকারী ডিভিশন কম্যান্ডার ছিলেন লয়েড। ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানে কমবাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্সের কম্যান্ডার হিসেবে দায়িত্ব সামলেছেন। ইরাকে মার্কিন সেনা অভিযানেরও নেতৃত্বে ছিলেন লয়েড। ২০১০ সালে ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর কম্যান্ডিং জেনারেল ছিলেন তিনি। ২০১৬ সালে অবসর নেন। নির্বাচনী ফলাফল ঘোষণা হতে দেখা গিয়েছে, দেশের বহু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেয়েছেন বাইডেন। তিনি নিজেই বলেছিলেন, তাঁর জয়ে বিশেষ ভূমিকা আছে আফ্রো-আমেরিকানদের। প্রথম অ্যাফ্রো-আমেরিকান-এশীয় হিসাবে আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস-প্রেসিডেন্ট হয়ে নজির গড়েছেন কমলা হ্যারিস। বিভাজনের রাজনীতি সরিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তিনিও।কালো মানুষদের অধিকারের দাবিতেই এক সময় আন্দোলনে উত্তাল হয়েছিল আমেরিকা। আমেরিকায় এবার এক কৃষ্ণাঙ্গকেই পেন্টাগনের দায়িত্ব দিতে চলেছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সরকারিভাবে ঘোষণা না হলেও কথাবার্তা চলছে।