ই-গীতা সম্বলিত মেমোরি কার্ড এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সমেত স্যাটেলাইট পাড়ি জমালো মহাকাশে । ২০২১ সালে এটিই প্রথম সফল উত্ক্ষেপণ । রবিবার ভারতীয় সময় সকাল ১০:২৪ নাগাদ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে উত্ক্ষেপিত হল পিএসএলভি সি-৫১। সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের শ্রীহরিকোটা রেঞ্জ থেকে এই পিএসএলভি সি-৫১ উত্ক্ষেপিত হল। পিএসএলভির মূল স্যাটেলাইট হলো ব্রাজিলের আমাজনিয়া ১, যার ওজন ৬৩৭ কেজি বলে জানা যায়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি উপগ্রহ পাঠানোর সাথে জুড়ে থাকছে আরো আঠারোটি স্যাটেলাইট। ভারতীয় প্রযুক্তিতে তৈরী বলে আত্মনির্ভর ভারতের বিষয়টিকে সামনে আনতেও প্রাধান্য দিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখা হয়েছে স্যাটেলাইটে। ব্রাজিলে তৈরি এই স্যাটেলাইট উত্ক্ষেপণ করতে পেরে যথেষ্টই খুশি, নিজের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন ইসরো চিফ কে শিভান। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সকাল-সকাল তাই ছিল সাজো সাজো রব। আবহাওয়া পরিস্থিতি মূল্যায়ন করে সকাল ১০.২৪ মিনিটে ব্রাজিলিয়ান স্যাটেলাইট নিয়ে সফলভাবে পাড়ি জমায় পিএসএলভি।
ভগবত গীতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সমেত স্যাটেলাইট পিএসএলভি সি-৫১ পাড়ি দিল মহাকাশে
- Advertisement -
- Advertisment -