More
    Homeরাজনৈতিকভবানীপুরে রুদ্রনীল, মুকুল কৃষ্ণনগরেই, ১৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

    ভবানীপুরে রুদ্রনীল, মুকুল কৃষ্ণনগরেই, ১৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

    বৃহস্পতিবার বিকেলে ১৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। দলের সাধারণ সম্পাদক অরুণ সিং জানালেন, হ্যাঁ ঠিকই। দলের প্রবীণ নেতা মুকুল রায় এ বার কৃষ্ণনগর উত্তর আসনে প্রার্থী হচ্ছেন। তিনি প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন নেতা। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় প্রার্থী হবেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।

    উল্লেখযোগ্য আর কে কোথায় প্রার্থী হচ্ছেন তা এই রকম:

    • শান্তিপুর থেকে লড়বেন জগন্নাথ সরকার।

    • কৃষ্ণগঞ্জ থেকে লড়বেন আশীষ কুমার বিশ্বাস।

    • রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী।

    • কল্যাণী থেকে লড়বেন অম্বিকা।

    • পানিহাটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায়।

    • বরাহনগর থেকে লড়বেন অভিনেত্রী পার্নো মিত্র।

    • বসিরহাট উত্তরে নারায়ণ মণ্ডল।

    • চাকুলিয়ায় সচিন প্রসাদ।

    • হেমতাবাদে চাঁদিমা রায়।

    • মন্তেশ্বরে সৈকত পাঁজা।

    • কালিয়াগঞ্জে সৌমেন রায়।

    • তেহট্টে আশুতোষ পাল।

    • নাকাশি পাড়া শান্তনু হেব।

    • কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়।

    • বিধাননগরে সব্যসাচী দত্ত।

    • রাজারহাট-গোপালপুরে শমীক ভট্টাচার্য।

    • আসানসোলে অগ্নিমিত্রা পাল।

    • আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

    • বীজপুরে প্রার্থী শুভ্রাংশু রায়।

    • চৌরঙ্গিতে শিখা মিত্র।

    • ডোমকলে রুবিয়া খাতুন।

    • শিলিগুড়ি শঙ্কর ঘোষ।

    • বীজপুরে শুভ্রাংশু রায়।

    • সাগরদিখি মাফুজা খাতুন।

    • ভবানীপুরে রুদ্রনীল ঘোষ।

    • কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়।

    • ভাটপাড়ায় পবন সিংহ।

    • কালনায় বিশ্বজিত্‍ কুণ্ডু।

    • ইংরেজবাজারে শ্রীরূপা মিত্র চৌধুরী।

    • জোড়াসাঁকোয় মীনাদেবী পুরোহিত।

    • মানিকতলায় কল্যাণ চৌবে।

    • দুর্গাপুর পূর্বে দীপাংশু চৌধুরী।

    • ধূপগুড়িতে বিষ্ণুপদ রায়।

    • ময়নাগুড়িতে কৌশিক রায়।

    • জলপাইগুড়িতে সুজিত সিংহ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments