হাসপাতালের বেডে শ্বেতা, ব্যান্ডেজে মোড়া পা! ভাইরাল ক্ষত বিক্ষত মুখের ছবি! ভয়ঙ্কর পথদুর্ঘটনায় গুরুতর আহত সলমন খানের বোন অভিনেত্রী শ্বেতা রহিরা! বছরের শুরুতেই ভয়াবহ বিপদের সম্মুখীন অভিনেতা পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী শ্বেতা। যিনি তিথি মেনে প্রতি বছর রাখি বাঁধেন ভাইজানকে।
সম্প্রতি শ্বেতা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন দুর্ঘটনার খবর। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছিলেন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে, শ্বেতার পা মোড়া ব্যান্ডেজে, হাসপাতালের বেডে শুয়ে চোখ বন্ধ করে রয়েছেন তিনি। ঠোঁটে আঘাত, এমনকি হাতেও রয়েছে চোট। পরের ছবিতে রক্তাক্ত ঠোঁটের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী।
জানা গিয়েছে, স্বাভাবিক ভাবেই ট্রাফিক নিয়ম মেনেই রাস্তা পার হচ্ছিলেন তিনি। আচমকাই তীব্র গতিতে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে শ্বেতাকে। তারপরই উড়ে গিয়ে ছিটকে কিছুটা দূরে গিয়ে রাস্তায় পড়েন তিনি। ছবি দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে শ্বেতার শরীরের একাধিক জায়গায় রয়েছে মারাত্মক চোট, ঠোঁটে রয়েছে সেলাই।
ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিয়ে সমাজ মাধ্যমে শ্বেতা লিখেছেন, ‘জীবন তো চমকে ভরা, তাই না? এক মুহূর্তে আপনি ‘কাল হো না হো’ গুনগুন করতে করতে দিনটি কীভাবে কাটাবেন পরিকল্পনা করছেন। পরের মুহূর্তেই জীবন সিদ্ধান্ত নিল একটি তীব্র গতিতে ছুটতে থাকা বাইককে আপনার চলার পথে এনে ফেলবে। আমার কোনও দোষ নেই… ভাঙা হাড় একাধিক ক্ষত নিয়ে বিছানায় পড়ে থাকা মোটেই আমার পরিকল্পনায় ছিল না।’
তবে এত বড় দুর্ঘটনার পরেও হার মানতে নারাজ শ্বেতা। তিনি আরও লিখেছেন, ‘কখনও কখনও জীবন আমাদের আরও শক্ত করে তুলতে চায়। এবং ধ্বংস-নির্মাণের পথ প্রশস্ত করে, আমি জানি এটি কেবল একটি অধ্যায়, পুরো গল্প নয়।’