ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। তাঁরই মুম্বইয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুম্বইয়ের আন্ধেরির শাস্ত্রী নগরের স্কাইপ্যান নামক অভিজাত আবাসনে থাকেন উদিত নারায়ণ। সেই অ্যাপার্টমেন্টেই আগুন ধরে যায় সোমবার রাতে।সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সঙ্গীতশিল্পীর স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে দাউদাউ করে আগুন জ্বলছে। জরুরি ভিত্তিতে পৌঁছোন দমকলকর্মীরা। অ্যাপার্টমেন্টের ১১ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর বিল্ডিংয়ের ৯ তলায় পরিবারের সঙ্গে থাকেন উদিত। ঘটনায় একজনের মৃত্যু হলেও, উদিত নারায়ণ জানান তিনি ও তাঁর পরিবার সেফ ও সুস্থ আছেন।