More
    Homeকলকাতাভয়াবহ অগ্নিকান্ডে চাঞ্চল্য কাঁকুড়গাছি এলাকায়

    ভয়াবহ অগ্নিকান্ডে চাঞ্চল্য কাঁকুড়গাছি এলাকায়

    ফের ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়। কাঁকুড়গাছি লোহাপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে চাঞ্চল্য ছড়িয়েছে সারা এলাকায়। একটি প্লাস্টিক কারখানায় বুধবার মধ্যরাতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে গিয়েছিল দমকলের ২০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছিল। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে খবর। ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানা গিয়েছে।

    জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ লোহাপট্টির ওই প্লাস্টিকের কারখানায় আগুন লাগতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে কারখানার ভেতরে থাকা কয়েকজন কর্মীকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। স্থানীয়রা দমকলে খবর দেন। প্রথম পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসলেও পরবর্তী দুই দফায় আরও ১৫টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। তবে, কারখানার ভেতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক সহ দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

    চলতি মাসে কলকাতায় দ্বিতীয়বার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে উল্টোডাঙায় প্লাইউডের একটি গুদামে আগুন লেগেছিল। একটি গুদাম থেকে পাশের আরেকটি প্লাইউডের গুদামেও আগুন ধরে যায়। জুলাই মাসে ছাতুবাবু-লাটুবাবুর বাজার এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দমকল সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ কারখানায় কয়েকজন কর্মী আটকে থাকলেও তাঁদেরকে নিরাপদে বের করে আনা গিয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments