Monday, May 29, 2023
HomeUncategorized"ভাইজান ওর জন্যই বিয়ে করেনি", নেটপাড়ায় ভাইরাল সালমান ও সঙ্গীতার খুনসুটির ভিডিও!

“ভাইজান ওর জন্যই বিয়ে করেনি”, নেটপাড়ায় ভাইরাল সালমান ও সঙ্গীতার খুনসুটির ভিডিও!

 

ঈদের জন্যই প্রতিবছরই সালমান খানের বোন অর্পিতা খান শর্মা এবং তার স্বামী অভিনেতা আয়ুষ শর্মা একটি যমকালো পার্টির আয়োজন করে থাকেন। শনিবার দিন মুম্বাইয়ে একটি হোটেলে পার্টি আয়োজন করেছিলেন তারা। সমাজমাধ্যমের ছড়িয়ে পড়েছে সেই ঈদের বেশ কিছু ছবি এবং ভিডিও। আসলে এই পার্টিতে সকলের যেটা নজর করেছে তা হল সালমান এবং তার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতার খুনসুটি।

 

সালমান এবং সঙ্গীতা এই পার্টিতে বেশ খুনসুটি করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে মজার ছলে সংগীতা একটা ঘুসি মারে অভিনেতার মুখে। একসময় সালমানের সঙ্গে সঙ্গীতা চুটিয়ে প্রেম করেছিলেন। ৯০ এর দশকে সালমান এবং সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এমনকি তাদের বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছিল। বন্ধুত্বের খাতিরে তারা তারপর আলাদা হয়ে গিয়েছিল।

 

এই পার্টিতে বিটউনের অনেক অভিনেতা অভিনেত্রী রাই উপস্থিত ছিলেন। আমির খান দিশা পাঠানি পূজো হেগার ক্যাটরিনা কাইফ শাহনাজ গিল এছাড়াও ওরা অনেকে। শনিবার দুপুর বেলায় ঈদে ভক্তদের সঙ্গে দেখা সালমান খান। বারান্দায় এসে ভক্তদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments