দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাতভর তল্লাশি অভিযান চালিয়ে আইএসএফ সমর্থকদের বাড়ি থেকে বন্দুক ও বোমা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার ভোররাতে ভাঙড়ের সিতুরি এলাকা থেকে উদ্ধার হয় এই বোমা ও বন্দুক। ঘটনায় জলিল মোল্লা নামে এক আইএসএফ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি ভাঙড়ের আরও বেশ কিছু এলাকায় মঙ্গলবার ভোররাতেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি তমাল সরকারের নেতৃত্বে পুলিশ এই তল্লাশি অভিযান চালায়।
ভাঙড়ের শকুন্তলা এলাকায় আরও বেশ কয়েকটি আইএসএফ কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে একটি বন্দুক, এক রাউন্ড গুলি এবং তাজা বোমা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, কাজদিয়া এলাকায় থেকে আরও একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। দু’টি ঘটনায় পুলিশ মোট চারজনকে গ্রেফতার করার পাশাপাশি দুটি বন্দুক, বেশ কয়েক রাউন্ড গুলি-সহ তাজা বোমা উদ্ধার করেছে।