এক যুগ পর ঘরের মাঠে সিরিজ হারের দিন দেখতে হয়েছে ভারতকে। এবার এই সিরিজেই লজ্জার নজিরও গড়ল। তাতে ভাঙল ৫০ বছর আগের লজ্জার রেকর্ড। ডাক মারাতেই সেই নজির। পরিসংখ্যান বলছে, তিন বা তার চেয়ে কম ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম ভারতের ব্যাটাররা ১৩ বার শূন্য রানে আউট হলেন। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে, এখনও দ্বিতীয় ইনিংসের ব্যাট করা বাকি আছে বলে। সিরিজের প্রথম টেস্টেই ছিল ৭ ডাক। দ্বিতীয় টেস্টে শূন্যে আউট হন তিনজন। আর তৃতীয় টেস্টে এখনও পর্যন্ত তিনজন। তিন বা তার চেয়ে কম ম্যাচের টেস্ট সিরিজে এর আগে ভারতের সর্বোচ্চ ১২ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ১৯৭৪ সালে তা ছিল ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ।