ভূত দেখেছেন কখনও? ভাবুন তো, ভূতচতুর্দশীতে যদি সত্যিই সামনে চলে আসে ‘মঞ্জুলিকা’? কী করবেন? ভয় লাগছে তো? ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিংয়ে এমনই ভয় পেয়েছিলেন কার্তিক আরিয়ান। কী ভাবছেন শুটিং ফ্লোরে সত্যিই সত্যিই মঞ্জুলিকা এসেছিল না কি? কলকাতায় এসে কিছুটা মজা করেই কার্তিক বলেন, “বিদ্যা ম্যাম যখন গলা টিপে ধরতেন। তখন সত্যিই মনে হত তিনি মঞ্জুলিকা।”