কানপুর টেস্টের প্রথম দিন পেয়েছেন ১ উইকেট। তাতেই ভারতীয়দের মধ্যে নতুন মাইলফলক তৈরি করলেন রবিচন্দ্রন অশ্বিন। পূর্বসূরি অনিল কুম্বলেকে ছাড়িয়ে এশিয়ার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ভারতীয় এই স্পিনার। সবার ওপরে শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরালিধরন। তাঁর উইকেট প্রাপ্তি সংখ্যা ৬১২। অশ্বিনের উইকেটসংখ্যা দাঁড়াল ৪২০। তিনে চলে যাওয়া অনিল কুম্বলের উইকেটসংখ্যা ৪১৯। ৩৫৪ উইকেট নিয়ে চারে রঙ্গনা হেরাথ ও ৩০০ উইকেট নিয়ে পাঁচে হরভজন সিং। মজার ব্যাপার, প্রথম পাঁচের সবাই স্পিনার।