বাংলা ছবির যেন ‘বৃহস্পতি’ তুঙ্গে। ভারতীয় প্যানোরামা গোয়া (আইএফএফআই)-এ নির্বাচিত তিনটি বাংলা ছবি। যার মধ্যে একটি তো এখনও মুক্তিও পায়নি। হ্যাঁ, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ‘আমার বস’। ছবিটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। সেই সঙ্গে তালিকায় রয়েছে সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ এবং সৌরভ পালোধির ‘অংক কি কঠিন’।