ভারতীয় ফুটবল ভক্তদের জন্য সুখবর। আবার চাক্ষুষ করা যাবে মেসি ম্যাজিক। ১৩ বছর আগে কলকাতা কাঁপিয়েছিলেন, আর এবার আসছেন কেরালায়। আগামী বছর কেরলে খেলতে আসতে পারেন লিওনেল মেসি ও তাঁর আর্জেন্টাইন দল।কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেন, ‘কিংবদন্তি লিওনেল মেসি-সহ আর্জেন্তিনা ফুটবল দল আগামী বছর একটি প্রদর্শনী ম্যাচ খেলতে কেরলে আসছে।’ কলকাতায় মেসিরা খেলেছিলেন ভেনেজুয়েলার বিরুদ্ধে। তবে কেরলে মেসিদের প্রতিপক্ষ কারা হবে, তা এখনও জানানো হয়নি। ভারতে এলে কোনও ঝটিকা সফরে কলকাতায় আসেন কিনা তাও দেখার। সেই চেষ্টাও চলছে। অধিনায়ক হিসেবে কলকাতাতেই আত্মপ্রকাশ হয় মেসির।এবার এলে আসবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে। ফলে উন্মাদনার মাত্রাও যে দ্বিগুণ হবে তা বলাই যায়।