ভারতীয় বোলিংয়ের সামনে নির্ধারিত ৫০ ওভারও খেলতে পারল না অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে ভারতের চাই ২৬৫ রান। টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে অস্ট্রেলিয়া অল আউট ২৬৪ রানে। অধিনায়ক স্টিভ স্মিথের (৭৩) পাশাপাশি অর্ধশতরান করলেন অ্যালেক্স ক্যারি (৬১)। ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামি নিলেন তিন উইকেট। ২টি করে উইকেট বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজার। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। একটা অনবদ্য রানআউট করেন শ্রেয়স আইয়ার। তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বোলিং সহায়ক পিচে বেশ চ্যালেঞ্জিং ভারতের এই রান তোলা। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে এটাই সর্বোচ্চ স্কোর।