Monday, March 27, 2023
Homeরাজনৈতিকভারতী ঘোষকে এখনই গ্রেফতার করা যাবে না , নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতী ঘোষকে এখনই গ্রেফতার করা যাবে না , নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতী ঘোষকে এখনই গ্রেফতার করা যাবে না, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবত্‍ থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে ডেবরা আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। ভোটের আগে তিনি একরকম নিশ্চিত হয়ে গেলেন সুপ্রিম কোর্টের রায়ে। একটা সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন ভারতী ঘোষ। ২০১৮ সালে যোগ দেন বিজেপিতে। এর পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঘাটালে প্রার্থী ছিলেন ভারতী ঘোষ। ওই বছরের ১২ মে তাঁর বিরুদ্ধে কেশপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এখন তারই একটি মামলায় তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। যদিও ভারতী ঘোষের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর এবং দলীয় কর্মীদের ওপরে হামলা চালিয়েছিল। সেই সময় সামনে থাকা রাজ্য পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তিনি। এমনকি তিনি এই মামলা সম্পর্কে জানতেও পারেননি বলে অভিযোগ তোলেন। ভারতী ঘোষের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ চেয়ে এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতী ঘোষ। তাঁর আবেদনেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments