ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। পরিবেশ আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ গ্রেটা মঙ্গলবার রাতে একটি টুইট করে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। পরে আরও একটি টুইট করেছিলেন তিনি। এবার সেই জোড়া টুইটের কারণেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ ।
আড়াই মাস ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। সমর্থন জানিয়ে টুইট করেন মার্কিন পপস্টার রিহানা। তার পর সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার রাতে থুনবার্গ টুইটারে একটি প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করেন। কৃষকদের প্রতিবাদস্থলে ইন্টারনেট পরিষেবা বন্ধের কথা লেখা হয়েছে সেখানে। সেই লিঙ্ক শেয়ার করে থুনবার্গ লেখেন, ‘ভারতে কৃষকদের প্রতিবাদের পাশে রয়েছি।’ এর পর তিনি কৃষকদের সাহায্যের জন্য একটি টুলকিটের লিঙ্কও পোস্ট করেন। এবার এই কারণেই এফআইআর এই পরিবেশ আন্দোলনকর্মীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দু’টি ধারা দায়ের হল মামলা। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্ম, জাতির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদে প্ররোচনা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় থুনবার্গের নামে এফআইআর দায়ের হল।