More
    Homeজাতীয়ভারতের প্রথম মহিলা বিমান চালক সরলা ঠুকরালের ১০৭ তম জন্মদিনে বিশেষ শ্রদ্ধা...

    ভারতের প্রথম মহিলা বিমান চালক সরলা ঠুকরালের ১০৭ তম জন্মদিনে বিশেষ শ্রদ্ধা গুগল ডুডলে

    ভারতের প্রথম মহিলা বিমান চালক তিনি। সেই সরলা ঠুকরালের (Sarla Thukral) ১০৭ তম জন্মদিনে বিশেষ ডুডলে (Google Doodle) শ্রদ্ধা জানাল গুগল। টেক জায়ান্টটি এক বিবৃতিতে বলেছে, “আমরা গত বছরই ভারতে সরলা ঠুকরালকে সম্মান জানিয়ে এই একই ডুডল তৈরির পরিকল্পনা করেছিলাম। তবে কেরলে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরে ওই ডুডল প্রকাশ স্থগিত রাখি। যদিও আমরা সাধারণত একাধিকবার ডুডল চালাই না, তবুও ঠুকরালের সম্মানে এই বছরও ডুডলটি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।”

    ভারতের প্রথম মহিলা বিমান চালক সরলা ঠুকরালের ১০৭ তম জন্মদিনে বিশেষ শ্রদ্ধা গুগল ডুডলে

    Read More- সকাল থেকে শুরু বৃষ্টি, ভারী থেকে মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্যেই

    ১৯১৪ সালে দিলিতে জন্মগ্রহণ করেন সরলা ঠুকরাল। পরে তিনি বর্তমান পাকিস্তানের লাহোরে চলে যান। তিনি প্রথম ভারতীয় মহিলা পাইলট। মাত্র ২১ বছর বয়সে তিনি বিমানের পাইলট হিসাবে লাইসেন্স অর্জন করেছিলেন এবং একটি বিমান একাই চালিয়েছিলেন। প্রাথমিক লাইসেন্স পাওয়ার পর লাহোর ফ্লাইং ক্লাবের মালিকানাধীন ওই বিমানটিকে এক হাজার ঘণ্টা চালিয়েছিলেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments