More
    Homeখবরভারতের প্রথম মহিলা হিসাবে নর্থ চ্যানেল জয়ের পর কালনাতে ফিরেই, ‘জাস্টিস ফর...

    ভারতের প্রথম মহিলা হিসাবে নর্থ চ্যানেল জয়ের পর কালনাতে ফিরেই, ‘জাস্টিস ফর আরজিকর’-এ গলা মেলালেন

    তিনিও একজন মেয়ে। এই বাংলারই মেয়ে। গোটা বিশ্বের দরবারে যখন বাংলার মুখ উজ্জ্বল করছেন সাঁতারু সায়নী দাস, তখন নিজে লজ্জিত আরজিকরের ঘটনায়। নর্থ চ্যানেল জয়ী কালনার মেয়ে সায়নী শুধু লজ্জিতই নন, ভীতও। ভারতের প্রথম মহিলা হিসাবে নর্থ চ্যানেল জয়ের পর কালনাতে ফিরেই, ‘জাস্টিস ফর আরজিকর’-এ গলা মেলালেন। বললেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ বাংলা নারীদের জন্য কতটা নিরাপদ সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনা শোনার পর খুবই ভয় পেয়ে গেছিলাম। বিদেশে বসে যখন এই খবরগুলো পড়ছিলাম খুব লজ্জিত হয়েছি, ভয়ও পেয়েছি এরকম একটা নৃশংস ঘটনা যেটা আমরা কেউই চিন্তা করতে পারি না।’ উল্লেখ্য, সায়নী গত ৩০ আগস্ট ১৩ ঘন্টা ২২ মিনিট ৩৮ সেকেন্ড সাঁতার কেটে নর্থ চ্যানেল জয়লাভ করেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments