ভারতের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ। দ্বিতীয় টি২০তেও লজ্জাজনক হার। টেস্টের পর সূর্যের ভারত ম্যাচের সঙ্গে অনায়াসেই সিরিজ মুঠোয় করে নিল। ভারতের ৯ উইকেটে দিল্লির ফিরোজ শাহ কোটলায় রেকর্ড ২২১ রানের জবাবে বাংলাদেশ তুলল ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান। তাতে ভারতের জয় ৮৬ রানে। দিল্লিতে ছিল নীতিশ রেড্ডি ও রিঙ্কু সিংয়ের ব্যাটিং তাণ্ডব। প্রথমটায় ব্যর্থই হন সঞ্জু স্যামসন (১০), অভিষেক শর্মা (১৫) এবং সূর্যকুমার (৮)। চতুর্থ উইকেটে ১০৮ রানের জুটি গড়েন নীতীশ ও রিঙ্কু। মাত্র ২৭ বলে পঞ্চাশ করেন নীতীশ। অন্য দিকে রিঙ্কু সিং ২৬ বলে অর্ধশতরান করেন। মাত্র ৩৪ বলে ৭৪ রান করেন নীতীশ রেড্ডি। তাতে ৪ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারি। ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ২৯ বলে ৫৩ রানে ফেরেন রিঙ্কু। হার্দিক করেন ১৯ বলে ৩২। পাহাড়প্রমাণ চাপেই আর রান তাড়ায় পারেনি বাংলাদেশ। শুধুমাত্র হারের ব্যবধানই কমেছে তাতে।