Saturday, June 10, 2023
Homeজাতীয়ভারতে প্রথম এয়ার ট্যাক্সি চালু হল চণ্ডীগড়ে, উদ্বোধন করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর...

ভারতে প্রথম এয়ার ট্যাক্সি চালু হল চণ্ডীগড়ে, উদ্বোধন করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর

ভারতে প্রথম এমন এয়ার ট্যাক্সি চালু হল চণ্ডীগড়ে। উড়ন্ত ট্যাক্সির উদ্বোধন করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। ১৮ জানুয়ারির মধ্যে পরিষেবা শুরু হবে এয়ার ট্যাক্সির। প্রথম উড়ান হিসার থেকে দেহরাদূন পর্যন্ত। পরের দুই পর্যায়ে চণ্ডীগড় থেকে দেহরাদূন ও হিসার থেকে ধর্মশালা অবধি উড়ান শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিমলা, কুলু ও হরিয়ানার আরও অনেক জায়গায় এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা রয়েছে।

এয়ার ট্যাক্সি ছোল ছোটখাটো একটা এয়ারক্রাফ্ট। ডবল ইঞ্জিন, চার সিটের প্লেন। উড়ান স্কিমে এই এয়ার ট্যাক্সি চালু হবে সারা দেশেই। অন্তত ৩০০টি রুট ঠিক করা হয়েছে। যানযটে না ফেঁসে খুব সহজেই যাতায়াত করা যাবে এয়ার ট্যাক্সিতে। মেট্রো শহরগুলিতে ট্যাক্সি চালু করতে পারলে, যাতায়াতের সময় প্রায় ৯০ শতাংশ কমানো যাবে। যে এয়ারক্রাফ্টগুলি এয়ার ট্যাক্সি হিসাবে ব্যবহার করা হবে, সেগুলির মোটরে একাধিক বিশেষ ধরনের ইলেকট্রো ম্যাগনেটিক প্রযুক্তি থাকবে। যা সাহায্য করবে আকাশসীমা মুক্ত রাখতে। তীব্র শব্দও হবে না। শহরের উঁচু বিল্ডিংয়ের ছাদগুলিকে এয়ার ট্যাক্সির লঞ্চপ্যাড হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে জানা গিয়েছে। যেখান থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments