ভারতে শুটিং করতে এসে আহত শাকিব খান! সূত্রের খবর মুম্বইতে ‘বরবাদ’ সিনেমার শুটিং করার সময়ে শুটিং ফ্লোরের একটি দরজার সঙ্গে তার চোখের ঠিক উপরে আঘাত লাগে। ছবির পরিচালক মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। এরপর শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানিয়েছেন আপাতত ভয়ের কোনো কারণ নেই।