Tuesday, May 30, 2023
HomeUncategorizedভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়তো বিশ্বকাপের ইডেনে, সঙ্গে রয়েছে আরও তিন

ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়তো বিশ্বকাপের ইডেনে, সঙ্গে রয়েছে আরও তিন

চলতি বছরে অক্টোবর নভেম্বর মাসে বুঝতে চলেছে বিশ্বকাপের আসর। তার কানাঘুষো ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে বেশ জোর কদমে। শহর তাই জানতে আগ্রহে কোন ম্যাচ তারা সামনে থেকে দেখতে পাবেন। এখনই সম্পূর্ণ নিশ্চিত করে বলার উপায় নেই কারণ সরকারিভাবে এখনো কোনো সীলমোহর পড়েনি। তবুও নানা ঘোষ শোনা যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ ইডেনে হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত তারই সম্ভাবনা প্রবল।

২৭ শে মে বোর্ডের একটি বিশেষ সভা বসেছে। একটা সময় শোনা যাচ্ছিল ভারত-পাকিস্তানের ম্যাচ হতে পারে ইডেন গার্ডেনে। যেহেতু পাকিস্তানের পছন্দ কোলকাতার সঙ্গে ছিল চেন্নাই তাই তাদের ম্যাচটা হতে পারে আমেদাবাদে। সেক্ষেত্রে ইডেনে আসতে পারে দক্ষিণ আফ্রিকা। তবে বিকল্প হিসাবে এখনো দৌড়ে আছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। যদিও ইংল্যান্ডে ম্যাচ পাওয়া ইডেনে সম্ভাবনা খুবই কম। দক্ষিণ আফ্রিকারই সম্ভাবনা বেশি।

বিশ্বকাপ হবে রাউন্ড রবিন লিগ ফরমেটে। ভারত মোট নটা ম্যাচ খেলবে।ভারতে বিভিন্ন সেন্টারে ম্যাচ দেয়ার কথা ভাবা হচ্ছে। চেন্নাইয়ে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ দেয়ার কথা ভাবা হচ্ছে। তবে ইডেনে ভারত ছাড়ো অন্যান্য দেশের ম্যাচ হলেও হতে পারে। সব মিলিয়ে গোটা চারটে ম্যাচ হবে ইডেনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments