More
    Homeখেলাভারত-পাক ম্যাচের টিকিট শুরুতেই হাউজফুল অথচ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সিট ফাঁকা

    ভারত-পাক ম্যাচের টিকিট শুরুতেই হাউজফুল অথচ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সিট ফাঁকা

     

    ভারত-পাক ম্যাচের টিকিট শুরুতেই হাউজফুল অথচ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সিট ফাঁকা। চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন করে প্রশ্ন তুলতে বাধ্য, তবে কি একদিনের ক্রিকেটে সত্যি আগ্রহ হারাচ্ছে ক্রিকেটপ্রেমীরা? তবে বাংলাদেশের শুরু আর শেষে যে শো দেখাল তাতে আগ্রহ হারানোটাই স্বাভাবিক। টসে জিতে প্রথমে ব্যাট করে ২২৮ রানের বেশি তুলতে পারল না। ২ রানে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর ৩৫ রান তুলতেই ৫ উইকেট। সামাল দেন তৌহিদ হ়দয় ও জাকের আলি। সেখান থেকেই তাঁরা স্কোর নিয়ে যান ১৮৯তে। তাতে জাকের আলি 68 করেন। আর হৃদয় শতরান হাঁকিয়ে ফেরেন।

    বুমরাহর অনুপস্থিতিতে বল হাতে জ্বলে উঠলেন অভিজ্ঞ মহম্মদ শামি। তিনি নেন ৫ উইকেট। হর্ষিত রানা নেন ৩ উইকেট ও অক্ষর প্যাটেল ২ উইকেট নেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই বিরল রেকর্ড গড়তে পারতেন অক্ষর প্যাটেল। তবে ভারতীয় এই বাঁ-হাতি স্পিনারকে হ্যাটট্রিকের সেই কীর্তি গড়তে দেননি অধিনায়ক রোহিত শর্মা। স্লিপে তিনি একেবারে সহজ একটি ক্যাচ ছেড়েছেন। পরিসংখ্যান বলছে, ২০২৩ সাল থেকে রোহিতের হাতে ওয়ানডেতে মোট ২২টি ক্যাচ গিয়েছিল। এর মধ্যে ১০টিই হাত ফসকে গেছে তার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments