‘ইটস টাইম ফর আফ্রিকা…’। না, এখনও বলার সময় আসেনি। তবে সূত্রের খবর, ‘ভারত বয়কট’ এর ডাক শোনা যেতেই আইসিসিও পাল্টা চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একের পর এক টুইস্ট চলছে। ভারত পাকিস্তানে খেলতে রাজি নয়। আইসিসি হাইব্রিড মডেল করতে রাজি। পাকিস্তান গোটা টুর্নামেন্ট খেলতেই রাজি নয়। এই আবহে এবার পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর পরিকল্পনা করছে আইসিসি। বিসিসিআই পাকিস্তানের লাহোর ভেন্যুর জায়গায় সংযুক্ত আরব আমিরশাহী অথবা শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছিল। পাকিস্তান তাতে রাজি হয়নি। পাক সরকারের সঙ্গে আলোচনা করে নিজেদের ভেন্যুতেই কেন খেলবে না তার জবাব চেয়ে আইসিসিকে চাপে ফেলতে চেয়েছিল পিসিবি। আইসিসি এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেল নিয়ে ভাবনাচিন্তা করতেই পিসিবি সুর চড়ায় আইসিসির সব টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে খেলা বয়কট করার হুমকি দিয়ে। তাতেই গোটা টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরিয়ে অন্যত্র করার ভাবনাচিন্তা শুরু করল আইসিসি। শোনা যাচ্ছে, এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার নাম ভাবছে আইসিসি।