‘সঙ্গীতকেই সকলের উপরে রাখুন। ভিউ পরে…’ গায়িকা জ্যাসলিন রয়্যালের গান শুনে তুলোধোনা অন্তরা মিত্রর। সম্প্রতি মুম্বইয়ে ‘ক্লোডপ্লে’র অনুষ্ঠানে জসলিন রয়্যালের গানকে ঘিরেই শুরু হয়েছে বিতর্কের সূত্রপাত। নেটমহলে একটা বড় অংশের দাবি আকাশছোঁয়া অনুরাগীর সংখ্যা থাকলেও জ্যাসলিন বাস্তবে বড়ই ‘বেসুরো’। সম্প্রতি জ্যাসলিনকে ঘিরে চাঁচাছোলা আক্রমণ করেন সুরকার বিশাল দাদলানি। এ বার একই সুর শোনা গেল অন্তরার কণ্ঠেও। তিনি লেখেন, ‘জানি খুব নির্লজ্জের মতো কথাটা বলছি। তবে আমার মনে হয় একই ক্ষেত্রের লোক হয়ে বলাটা দরকার। তা ছা়ড়া আমারও সাহস রয়েছে। আমি সব বড় বড় লোকেদের বলব দয়া করে সঙ্গীতকেই সকলের উপরে রাখুন। পরে অনুরাগীদের সংখ্যা এবং ভিউ নিয়ে মাথা ঘামাবেন।’