More
    Homeকলকাতাভিডিও বানানোর জন্য দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ, তলিয়ে গেল...

    ভিডিও বানানোর জন্য দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ, তলিয়ে গেল যুবক, উদ্ধার ১

    ভিডিও বানানোর জন্য দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার পরিকল্পনা ছিল পাঁচ বন্ধুর। ঝাঁপ দিয়েও ছিল দু’জন। কিন্তু তারপরেই তলিয়ে গেল এক যুবক। অন্যজনকে অবশ্য উদ্ধার করা গিয়েছে। কীভাবে দ্বিতীয় হুগলি সেতুর মতো সুরক্ষিত জায়গা থেকে তারা ঝাঁপ দিল সেটা ভেবেই অবাক হচ্ছে সবাই। জানা গিয়েছে, পাঁচ বন্ধুই তিলজলার বাসিন্দা। গঙ্গায় ঝাঁপ দেওয়ার ভিডিও বানানোর পরিকল্পনা করে রবিবার বাইকে করে দ্বিতীয় হুগলি সেতুতে পৌঁছয় তারা। প্রথমে পাঁচজন মিলে সেলফি তোলে। তারপরে মোবাইলে ভিডিও ক্যামেরা অন করে সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দেয় দু’জন। বাকি তিনজন ব্রিজের উপর থেকে ভিডিও করছিল বলে জানা গিয়েছে। ঝাঁপ দেওয়ার পরেই হয় বিপত্তি। এক যুবক জলে পড়ে তলিয়ে যায়। আর একজনও ডুবে যাচ্ছিল। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনা দেখে বাকিরা আর ঝাঁপ দেয়নি। তারপরেই বিষয়টি জানাজানি হয়ে যায়। খবর দেওয়া হয় যুবকদের বাড়িতে। এমন ঘটনায় শিউড়ে উঠছেন পরিবারের লোকেরা। পাঁচজনই সাঁতার জানত বলে খবর। কিন্তু তাই বলে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে তারা, সেটা বাড়ির লোকেরা জানতেন না বলেই খবর। তারপরেও অবশ্য উঠছে প্রশ্ন। দ্বিতীয় হুগলি সেতুর উপরে যথেষ্ট নজরদারি থাকে। কিন্তু তারপরেও কীভাবে তারা সেখানে গিয়ে ঝাঁপ দিল তা খতিয়ে দেখা হচ্ছে। সেতুর উপরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। শুধুই ভিডিও বানানো, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। তলিয়ে যাওয়া যুবকের খোঁজ চলছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments