ভুটানে শুধু জয়ই নয়, আন্তর্জাতিক ম্যাচে রেকর্ডও গড়ে ফেলেছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে কিকঅফের মাত্র ৩৩ সেকেন্ডেই গোলের খাতা খোলেন গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। যে কোনো ‘এএফসি’ প্রতিযোগিতার ইতিহাসে এটাই দ্রুততম গোলের রেকর্ড। কিক অফের পরেই বাঁ দিক দিয়ে উঠে বক্সের মধ্যে ক্রস বাড়ান লালচুঙনুঙ্গা। তাঁর ক্রস পৌঁছয় বক্সের প্রায় মাঝখানে দিয়ামান্তাকোসের পায়ে। প্রায় ৪৫ ডিগ্রি ঘুরে গোলে বল গোলে ঠেলতে ভুল করেননি লাল হলুদের অন্যতম তারকা।