More
    Homeকলকাতাভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার করার দায়ে তিলজলার ফ্ল্যাট থেকে গ্রেফতার ১২

    ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার করার দায়ে তিলজলার ফ্ল্যাট থেকে গ্রেফতার ১২

    এবার চৌবাগা এলাকা থেকে গ্রেফতার ১২ জন। গোপন সূত্রে খবর পেয়ে তিলজলা থানার  অন্তর্গত চৌবাগা  এলাকা তাদের গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা .

    জানা গিয়েছে, চৌবাগার একটি ফ্ল্যাটে অভিযান চালান কলকাতা পুলিশের গোয়ান্দা শাখার আধিকারিকরা। সেখানে ঢুকতেই তাঁরা দেখতে পান রমরমিয়ে চলছে ভুয়ো (Fake Call Center) কল সেন্টার। কাজ করছেন ১২ জন। সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেককে গ্রেফতার করে পুলিশ।

    একইসঙ্গে ওই ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি ল্যাপটপ, একটি সিপিইউ, তিনটি হার্ডডিস্ক, দুটি ওয়াইফাই রাউটার, একটি সিইএসই বিল এবং বহু জাল নথি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য-প্রযুক্তি আইনে অভিয়োগ দায়ের হয়েছে।

    ধৃতদের নাম ইমরোজ খান, মহম্মদ দিলবার আনিস, মহম্মদ সোহেল, পিটার বাহাদুর, মহম্মদ রিজওয়ান, মহম্মদ সোহেল খান, হুজাইফ হোসেন, আকাশলাল রজক, মহম্মদ ইয়াসিন, মহম্মদ সমীর, যোগেশ লাল এবং শশী গুপ্তা। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও গভীরে যেতে চায় পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, কোনও প্রভাবশালীর হাত আছে কি-না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments