Wednesday, June 7, 2023
HomeUncategorized"ভেবেছিলাম ক্যারিয়ার শেষ", নাকের সার্জারি নিয়ে ভয়ভিত ছিলেন প্রিয়াঙ্কা!

“ভেবেছিলাম ক্যারিয়ার শেষ”, নাকের সার্জারি নিয়ে ভয়ভিত ছিলেন প্রিয়াঙ্কা!

 

বিস্তর জল্পনা নায়িকাদের সার্জারি নিয়ে। কেউ কখনো নাগ বদলাচ্ছে না আবার কেউ ঠোঁট আবার কেউ অঙ্গে আরো অংশ বদলে ফেলছেন সার্জারি করে। এবারে সেই সার্জারি নিয়েই কথা বললেন বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। নাকি সার্জারি করার পর তার মানসিক পরিস্থিতির উপর কিভাবে তা প্রভাব ফেলেছিল সেই নিয়ে কথা বললেন।

 

প্রিয়াঙ্কা চোপড়া একসময় বলিউডে রাজত্ব করে বেরিয়েছেন এখন তিনি বলিউড ছেড়ে আন্তর্জাতিক স্তরের নায়িকা। সম্প্রতি একটি আন্তর্জাতিক স্তরের শোতে তিনি নিজেই জানালেন যে নাকের সার্জারীর পর ক্যারিয়ার বুঝি তার শেষ হয়ে গেল। তিনি জানালেন নাকের সার্জারি পর তিনি একেবারে অবসাদে চলে গিয়েছিলেন ভেবেছিলেন এই বুঝি ফিরে আর কোন কাজ পাবেন না।

 

কিন্তু সেই সময় প্রিয়াঙ্কার পাশে এসে দাঁড়িয়েছিল তার বাবা। তিনি বলেছিলেন ভয় পাওয়ার কিছু নেই সে তার পাশে আছে। তার শরীরে কাছে চালানোর পর তার হাত থেকে তিনটি বড় বড় ছবির প্রজেক্ট হাতছাড়া হয়ে যায়। সেই সময় তার পাশে এসে দাঁড়ান পরিচালক অনিল শর্মা। তিনি বলেছিলেন তার জন্য একটা ছোট্ট রোল আছে। কিন্তু সে যেন সেই চরিত্রে নিজের সবটা উজাড় করে দেয়। আর ঠিক তেমনটাই তিনি করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments