এবার আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন ভোটে লড়লে ডোমজুড় থেকেই প্রার্থী হবেন তিনি। তবে বিজেপিতে যোগদানের ব্যাপারে কোনও মন্তব্য করেননি সদ্য প্রাক্তন মন্ত্রী।
প্রজাতন্ত্র দিবসে ডোমজুড়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজীববাবু বলেন, ‘ভোটে দাঁড়ালে ডোমজুড় থেকেই দাঁড়াবো। আমি এখানকার ভূমিপুত্র। এখানকার প্রতিটা মানুষ আমার আত্মীয়। করে কম্মে খাওয়ার জন্য অন্য কোনো জায়গা থেকে দাঁড়াতে হবে এমন অবস্থা আমার নয়। আগামীতে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবে কে তাদের পরিবারের সদস্য আর কে বাইরের লোক।’
গত ২১ জানুয়ারি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে বিবাদ চলছিল তাঁর। আগামী ৩১ জানুয়ারি অমিত শাহের পশ্চিমবঙ্গে সফরে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা চলছে। মন্ত্রিত্বে ইস্তফা দিলেও বিধায়কপদ ও তৃণমূলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেননি তিনি। এরই মধ্যে রাজীবকে বোঝাতে তৃণমূলের এক শীর্ষনেতা তাঁকে ফোন করেছিলেন বলে জানা গিয়েছে। তবে নিজের অবস্থানে অনড় রয়েছেন রাজীব।