নির্বাচনের (Assembly Election) দিনক্ষণ ঘোষণার পর থেকে আরও বাড়লো রাজনৈতিক উত্তাপ। ভোট ঘোষণার রাতেই বিজেপির রথ ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে। শুক্রবার রাতে কাদাপাড়া এলাকার ঘটনা।
অভিযোগ, গোডাউনে রাখা বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর করে ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী।
বাধা দিতে গেলে আক্রান্ত হন গুদামের নিরাপত্তা রক্ষী, গাড়ির চালক, খালাসি-সহ বেশ কয়েকজন। চুরি গিয়েছে এলইডি স্ক্রিন, মোবাইল ও ল্যাপটপ।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় ফুলবাগান থানার পুলিশ । তদন্তে নেমে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।