Sunday, September 24, 2023
Homeরাজনৈতিকভোট প্রচারে এসে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ...

ভোট প্রচারে এসে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজনাথ সিং

ভোট প্রচারে বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ‘‌মা-মাটি-মানুষের কোনও নিরাপত্তা নেই। প্রায় রোজই রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। গত ৬-৭ বছরে, আমাদের ১৫০ জনেরও বেশি কর্মী প্রাণ হারিয়েছেন। কয়েক হাজার কর্মী আহত হয়েছেন।’‌ এরপরই রাজনাথের প্রশ্ন,‌ ‘‌আইনশৃঙ্খলা কি রাজ্যের দায়িত্ব নয়?‌’‌
৭ মার্চ ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিন কয়েক আগে রাজ্যে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেপি নাড্ডার পর এবার ভোটের প্রচারে বাংলায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বালুরঘাটে শুক্রবার বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments