১৬ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরণ শুরু হচ্ছে। একইদিনে উত্তরবঙ্গেও একাজ শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, কলকাতা থেকে সড়কপথে মঙ্গলবার কোভিশিল্ড ভ্যাকসিন উত্তরবঙ্গে পৌঁছোবে।
মালদা থেকে শুরু করে দার্জিলিং, কোচবিহার প্রতিটি জেলাতেই ভ্যাকসিন একইসঙ্গে পৌঁছোবে। প্রথম পর্যায়ে উত্তরবঙ্গে ভ্যাকসিনের ১ লক্ষ ২৮ হাজার ডোজ আসছে। ভ্যাকসিন সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রতিটি জেলার তিনটি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। সরকারি চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রথমে টিকাকরণ হবে। পরবর্তী ধাপে বেসরকারি চিকিত্সকদের ভ্যাকসিন দেওয়া হবে। ফ্রন্টলাইন ওয়ার্কারদের মধ্যে পুলিশ, পুরসভা ও পঞ্চায়েত কর্মীরাও ভ্যাকসিন পাবেন।