Wednesday, June 7, 2023
HomeUncategorizedমঞ্চে গান গাইছিলেন ইমন, হঠাৎ করেই লোডশেডিং! তারমধ্যেই গান গাইলেন অভিনেত্রী 

মঞ্চে গান গাইছিলেন ইমন, হঠাৎ করেই লোডশেডিং! তারমধ্যেই গান গাইলেন অভিনেত্রী 

 

 

হলদিয়ায় অনুষ্ঠান করতে গিয়ে ইমন সেখানকার দর্শকদের কুর্নিশ জানালেন। হঠাৎ করেই অনুষ্ঠান করতে করতে সেখানে লোডশেডিং হয়ে যায়। তবে তিনি গান থামালেন না। দর্শক আসন থেকে এক এক করে মোবাইলে আলোর জ্বলে উঠে। একেই বলে সুরের ম্যাজিক।

 

পুরো বিষয়টি ইমন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ইমন জানালেন হলদিয়া কলেজের প্রোগ্রামে ‘পাখিদের স্মৃতি’ গানটি গাইতে গাইতে হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায়। অডিটোরিয়াম অন্ধকার হয়ে যায়। তখন সামনে বসে থাকার দর্শকদের থেকেই তিনি অনুপ্রেরণা পান। ওই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দর্শক রাত মোবাইলে ফ্ল্যাশ আলো জ্বালিয়ে শিল্পীকে গান গাইতে সাহায্য করে। এর চেয়ে বড় প্রাপ্তি বোধহয় একজন শিল্পীর কাছে আর কিছু হতে পারে না। তার জন্যে ইমন অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন দর্শকদেরকে।

 

এর আগে তিনি মেদিনীপুর কলেজের শো করতে গিয়ে তার শোয়ে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। তার গান শোনার জন্য রীতিমত ম্যারিকেট ভেঙে গিয়েছিল বলে জানা গিয়েছিল। এসবের মধ্যেই দুই তরুণী তার গান শোনার জন্য অভিনব উপায় বেছে নিয়েছিলেন। একটানা বন্ধু কাঁধে চেপে ইমনের গান শুনেছিলেন। সেইবারেও মুগ্ধতার কথা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ইমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments