মদের নেশায় আসক্ত হয়ে মৃত্যু প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের। অভিনেত্রীর মৃত্যুতে দায়ী বন্ধু কাম্য পঞ্জাবিও। প্রত্যুষার থেকে লাখ দুয়েক টাকা ধারও নেন কাম্য। বিস্ফোরক অভিযোগ করলেন প্রেমিক রাহুল সিং। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। মাত্র ২৪ বছর বয়সেই শেষ হয়ে যায় সবকিছু। বাঙালি অভিনেত্রীর মৃত্যুর ঘটনা একসময় নাড়িয়ে দিয়েছিল সমাজমাধ্যমকে। অভিনেত্রীর মৃত্যুতে মূল অভিযুক্ত ছিলেন তাঁর একত্রবাসের সঙ্গী প্রেমিক রাহুল। অভিযোগ ছিল, প্রেমিকের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন নায়িকা। রাহুলের বিরুদ্ধে সেই সময় মালমা ঠুকেছিলেন অভিনেত্রীর মা। সেই সঙ্গে অভিযোগ এনেছিলেন দুই বন্ধু কাম্য পঞ্জাবি ও বিকাশ গুপ্তও। এ বার অভিনেত্রীর মৃত্যুকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাহুল। তিনি জানান মদের নেশায় আসক্ত ছিলেন নাকি প্রত্যুষা। আর এর নেপথ্যে অন্য কেউ নয়, ছিলেন কাম্য পাঞ্জাবিই। এখানেই শেষ নয়, প্রত্যুষার থেকে লাখ দুয়েক টাকা ধারও নেন কাম্য। যা কোনওদিনই ফিরে পাননি প্রয়াত অভিনেত্রী।